প্রকাশিত,১৮, আগস্ট,২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা থানার ৮নং সেক্টরের আব্দুল্লাহপুর সিকদার বাড়ী জামে মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর একটি আভিযানিক দল।
বুধবার (১৬আগস্ট ২০২৩) রাত দশটার দিকে মহানগরের উত্তরা পূর্ব থানা এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল(৩৮) নরসিংদীর জেলার শিবপুর থানার চাঁদ পাশা এলাকার মৃত ইসমাইল খন্দকারের ছেলে। সে মহানগরের আব্দুল্লাহপুর বেরিবাদের দক্ষিণ পাশে শিকদার বাড়ী বস্তীতে বসবাস করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আকরাম হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ আর এম আল মামুন, এসআই রাকিবুল হাসান, এএসআই মোঃ মোবারক হোসেন এএসআই মামুন হাসান ফোর্সসহ ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা এলাকার আব্দুল্লাহপুর শিকদার বাড়ি জামে মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-০৯ তারিখ- ১৭/০৮/২০২৩ খ্রি.।
আপনার মতামত লিখুন :