প্রকাশিত,২০, অক্টোবর,২০২৩
পটিয়া ( চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ
-দখলদার ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগনের পক্ষে, মানবতার সংগঠন মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী পটিয়া সাতগাছিয়া দরবার শরিফের বর্তমান নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:জি:আ:) এর আহবানে (২০ অক্টোবর শুক্রবার) জুমার নামাজের পর পটিয়া থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
মওলা সুলতানপুরী(কঃ) ছাত্র যুব পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিঠির সভাপতি ইন্জিনিয়ার মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদকঃ মুহাম্মদ সাকিব উদ্দীন ও জহিরুল ইসলাম জিসানের পরিচালনায় মানববন্ধনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, বিশেষ অতিথি ছিলেন আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ট্রাস্টের সহসভাপতি সূফি ফজল আহাম্মদ সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক চেয়ারম্যান, আন্জুমান দক্ষিন জেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের সভাপতি ইন্জিনিয়ার জসিম উদ্দীন, আমান উল্লাহ আমিরি, সূফি মুহাম্মদ ইয়াছিন খায়েরী, নাজিম, ডাঃ শহীদুল ইসলাম, উদ্দীন, নেয়ামত উল্লাহ, হেলাল উদ্দিন, মাহাবুবুর রহমান, শহিদুল ইসলাম, মিজান, মাওলানা নেজাম উদ্দিন, রেজাউল , মানিক, মঈনউদ্দীন, আলমগীর, দেলোয়ার, আজাদ, শফিউল, রুহেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ,অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের হামলায় ৩ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এক তৃতীয়াংশ শিশু। ইসরায়েলের বর্বরোচিত বোমা হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বেসামরিক লোকদের লক্ষ্য করে গাজায় ইসরায়েলের এই অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ মানবাধিকার এবং মানবিক আইনের সমস্ত মৌলিক নীতির লঙ্ঘন করেছে। তাই আমরা সকল পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে গাজায় জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২০/১০/২০২৩ ইং।
আপনার মতামত লিখুন :