ঈদগাঁও একটি বাড়ির ছাদের উপর থেকে চোরাইকৃত দুইটি গরু উদ্ধার আটক একজন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২৪, ৬:৪৯ অপরাহ্ন /
ঈদগাঁও একটি বাড়ির ছাদের উপর থেকে চোরাইকৃত দুইটি গরু উদ্ধার আটক একজন।

প্রকাশিত,২৪, অক্টোবর,২০২৩

মোঃ ওসমান গনি ইলি কক্সবাজারঃ

কক্সবাজারের ঈদগাঁও থেকে পুলিশ অভিযান চালিয়ে আবছারের বাড়ির ছাদের উপর থেকে চোরাইকৃত লাল রংয়ের দুটি গরু উদ্ধার করেছে। গরু চুরির ঘটনায় জড়িত আবছার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে সোমবার বিকাল পাঁচটার সময় এলাকাবাসীর সহযোগিতা ঈদগাঁও থানার পুলিশ এই চোরাইকৃত গরু উদ্ধার করেন। আটক নুরুল ইসলাম প্রকাশ আবছার ইসলামাবাদ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউসুফেরখীল এলাকার এজাহার মিয়ার পুত্র বলে জানা যায়।

সূত্রে জানাগেছে, পোকখালী গোমাতলী এলাকার মোক্তার আহমদের গৃহপালিত দুটি গরু গোয়াল ঘর থেকে চোরি হয়ে যায়। গরু চোরি হওয়ার পরে গরুর মালিক তার ইউনিয়নের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পেয়ে পুলিশকে অবহিত করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, চোরাই গরুসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা বলেও জানান।

মোঃ ওসমান গনি (ইলি)
ঈদগাঁও কক্সবাজার