হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসেম ব্রিগেড ইসরায়েলকে কঠোর হুঁশিয়িারি দিয়ে বলেছে, স্থল অভিযানে নামা সেনারা ‘কালো ব্যাগে করে’ বাড়ি ফিরে যাবে।
ইসরায়েলি সৈন্যরা গাজা শহর ঘেরাও করেছে জানিয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতির ধারণাটি মোটেও টেবিলে নেই।’ খবর এনডিটিভির।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের প্রধান ঘাঁটি গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে তারা। সেই সঙ্গে তারা অস্ত্র, সামরিক পোস্ট এবং হামাসের অন্য যে কোনো অবকাঠামো ধ্বংস করতে অভিযান জোরদার করেছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে তাদের নিজস্ব কৌশল রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখে সামনের দিকে চাপ দিচ্ছে।
যদিও ইসরায়েলের ‘গাজা জয়ের স্বপ্ন’ তেলআবিবের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির সশস্ত্র শাখার এক মুখপাত্র বলেন, কাসাম ব্রিগেডের যোদ্ধারা নিরলসভাবে ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে। টেলিগ্রামে শেয়ার করা এক অডিওবার্তায় ওই মুখপাত্র জানান, হামাসযোদ্ধারা ‘বড়সংখ্যক’ ইসরায়েলি বাহিনীকে হত্যা করেছে। তারা ইসরায়েলি বাহিনীর ওপর ‘আর্মারবিরোধী ক্ষেপণাস্ত্র, সরাসরি সংঘর্ষ এবং ড্রোন হামলার’ মাধ্যমে আক্রমণ করছে।
এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা সিটিতে প্রবেশের চেষ্টায় থাকা দখলদার ইসরায়েলি সেনারা হামাসের যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ছেন। হামাসের যোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের ওপর মর্টার হামলা চালাচ্ছেন।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী-আইডিএফ। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর হামাসের হাতে মোট ২৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারাল। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
নিহতরা হলেন, ক্যাপ্টেন বেনি ওয়াইস, মাস্টার সার্জেন্ট উরিয়া ম্যাশ, মাস্টার সার্জেন্ট ইহোনাটান ইয়োসেফ ব্র্যান্ড এবং সার্জেন্ট মেজর গিল পিশিতজ। তারা ইসরায়েলের বিভিন্ন এলাকার বাসিন্দা।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই ২৭ অক্টোবর থেকে সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।
তিন সপ্তাহের ইসরায়েল ও হামাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।
আপনার মতামত লিখুন :