প্রকাশিত,০৫, ফেব্রুয়ারি,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
টঙ্গীর ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নাইম আকন্দ (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
নিহত নাঈম গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে। সে ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে ফিরছিলেন। রাত ১১টার পর ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন ও নাইম আকন্দ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ওসি আতাউর রহমান বলেন, গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :