ইউসিবি পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে — কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৬, ১:৪১ অপরাহ্ন /
ইউসিবি পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে — কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

প্রকাশিত,১৬,জুলাই, ২০২৪

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি ব্যবসা ও কৃষি উদ্যোক্তা, কৃষি ব্যবসা, কৃষি ব্যবসার সম্ভাবনা, ব্যবসার উদ্যোগ, উদ্যোক্তার বৈশিষ্ট্য, ধারণার উন্নয়ন, তথ্য সংগ্রহ, মূলধন গঠন, মূলধনের উৎস, উদ্যোক্তা ও ব্যাংক, ঋণ আবেদনকারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, ঋণের প্রকারভেদ, সুদের হার, কৃষি ও পল্লিঋণ কর্মসূচি, ঋণ নিয়মাচার ও ঋণের পরিমাণ নির্ধারণ, ঋণ পরিশোধের সময় ও কিস্তি নির্ধারণ, বিপণন কাকে বলে, বিপণনের কাজ, করণীয়. বিপণনে তথ্যপ্রযুক্তি, কৃষি পণ্য বিপণনে সমস্যা, সমস্যা সমাধানে করণীয়, ক্রেতা সন্তুষ্টির গুরুত্ব, ব্যবসার পরিকল্পনার গুরুত্ব, ব্যবসা পরিকল্পনার উপাদান, হাতে-কলমে ব্যবসা পরিকল্পনা তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এই প্রশিক্ষণের ফলে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উৎপাদন ও বাজারজাতকরণ, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কিত নীতি, কৌশল, সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মৌলিক বিষয়াদি সম্পর্কে জানতে পারেন এবং তা আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বা ব্যবসা পরিচালনায় প্রয়োগ করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য আত্মবিশ্বাসী হবেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর রাজশাহী রিজিওনের রিজওনাল হেড জনাব আবুল হাসনাত, অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ শাহ আলম ভুঁইয়া , উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান “ মাটি ও মানুষ” প্রোগ্রাম এর উপস্থাপক জনাব মোঃ রেজাউল করিম সিদ্দিক সহ কৃষি সম্পসারন অধিদপ্তর ,চাঁপাইনবাবগন্জ এর উপ-পরিচালক জনাব ড. পলাশ সরকার, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি , চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রায়হান আহমেদ খান সহ অত্র জেলার কৃষি উদ্যোক্তা বৃন্দ।