প্রকাশিত,১৮,জুলাই, ২০২৪
পটিয়া ( চট্টগ্রাম)প্রতিনিধি:-
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ) পটিয়া উপজেলার ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ জুলাই (বিকসকপ) এর চেয়ারম্যান এম. ইকবাল বাহার চৌধুরী, মহাসচিব মো: সাফয়াত হোসেন এর স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এ কমিটি ঘোষণা করেন। ।এতে পটিয়া উপজেলার আহবায়ক মো: সেলিম, যুগ্ম আহবায়ক জাহেদুল হক, মো: শফিউদল আলম, সদস্য সচিব জিয়াউল হক, সদস্য মো: ফোরকান, মো; জুবায়ের উদ্দিন, মাতলুবুর রহমান হায়দার প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৮/০৭/২৪ ইং।