প্রকাশিত,০৬,ডিসেম্বর,২০২৩
মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ
মুক্তি পেতে যাচ্ছে “এক বউয়ের দুই স্বামী ” । সম্প্রতি বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ।নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ । বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ,সাঈদ বাবু, আকাশ রঞ্জন, পারিশা জান্নাতসহ অনেকে ।
নাটকটির পরিচালক রূপক বিন রউফ বলেন, নাটকটি সবার কাছে খুব ভালো লাগবে । আশা করি আপনারা নিরাশ হবেন না । যারা অভিনয় করেছে তারা খুব ভালো অভিনয় করেছে ।
অভিনেত্রী পারিশা জান্নাত বলেন, নাটকটি খুব ভালো মানের একটা নাটক । এক স্ত্রী কিভাবে দুই স্বামী থাকে এটা নিয়ে নাটকটি । আপনারা খুব মজা পাবেন আশা করি । আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই নাটকটি দেখবেন । আপনারা যত বেশী নাটক দেখবেন আমরা তত কাজের আগ্রহ পাবো । আর আপনারা সবাই বেশী বেশী বাংলা নাটক দেখবেন । নাটকটি এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায় ।
আপনার মতামত লিখুন :