প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২৪
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
পুরের কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সংবর্ধিত হলেন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮ নং গাজীপুর ০৫ আসনে ২য় বারের বিজয়ী সংসদ সদস্য আখতারুজ্জামান এমপি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল০৪ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এটি উপজেলার মধ্যে বিজয়ের দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান।
জামালপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মাহবুবুর রহমান খাঁন( ফারুক মাষ্টার) এর সভাপতিত্বে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ( মোড়ল) ও মোজ্জমেল যৌথ সঞ্চালনায় বিশাল গন সংবর্ধনা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন : সাবেক ছাত্র লীগের কেন্দ্রীয় নেত্রী আফরোজা( রুবি), মাহবুবর রহমান খাঁন, ফারুক (মাষ্টার)
বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের জিএস,গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান এমপি বলেন – কর্মীদের প্রাণ উচ্ছ্বাসে কাজ করা এবং জনগণ পাশে আছে বলে জেতার সহজ হয়েছে। আমাকে যারা গত ৭ জানুয়ারী ভোট দিয়েছেন এবং যারা ভোট দেয় নি আমি সকলের জন্য কাজ করবো, তিনি আরো বলেন, শীত গ্রীষ্ম,বর্ষায় সবসময় আমি আপনাদের পাশে থাকবো। তিনি জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন।
আমি কালীগঞ্জ কে একটি আদর্শ কালীগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই, এবং এর জন্য বিভিন্ন প্রশিক্ষন এর মাধ্যমে আমি কালীগঞ্জকে সুন্দরভাবে সমন্বিত আপনাদের কে সাথে নিয়ে সুন্দর ও
গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক তসলিমা রহমান ( লাভলী), কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য তোবারক হোসেন ( চারু), কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গনি ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম তারিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামান মোড়ল, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান (ফারুক), নাগরী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল,
কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্র লীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের সদস্য কালীগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও কাউন্সিলর বাদল হোসেন, গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর আহমদুল কবির ( আবু খাঁন), সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো লোকমান হোসেন পনির, দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক (শিশির) যুব নেতা এস এম ইকবাল হোসেন, যুব নেতা মনির হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামালপুর ইউনিয়ন এর নয়টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনএর নেতৃ বৃন্দ পক্ষ থেকে বিশাল গন সংবর্ধনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :