প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২৪
শুভ বসাক, ময়মনসিংহ।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য গোলাম ফেরদৌস জিল্লু। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- প্রফেসর মোঃ তোফায়েল হোসেন খান ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আফছার।এসময় উপস্থিত ছিলেন-কলেজের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :