আটপাড়া উপজেলাকে রোল মডেল উপজেলায় রুপান্তরিত করবো….এমপি ইফতিকার উদ্দিন তাং পিন্টু ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-২৫, ২:০৪ অপরাহ্ন /
আটপাড়া উপজেলাকে রোল মডেল উপজেলায় রুপান্তরিত করবো….এমপি ইফতিকার উদ্দিন তাং পিন্টু ।

প্রকাশিত,২৫, জানুয়ারি,২০২৪

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ ২৫ শে জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে তীব্র প্রতিযোগিতায় স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তাং পিন্টু বিজয়ী লাভ করেন এবং তারই লক্ষ্যে আজ আটপাড়া উপজেলা আইনশৃঙ্খলা প্রথম মিটিং-এ তিনি বলেন আমি আটপাড়া উপজেলাকে অন্য উপজেলা থেকেও একটা উন্নয়ন রোল মডেল তৈরি করবো ইনশাআল্লাহ আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপার সর্বাত্মক সহযোগিতায়।

তিনি আরও বলেন,আমার নির্বাচনী এলাকা কেন্দুয়া-আটপাড়া আসন। আর এই দুই আসনে শিক্ষা কার্যক্রম কিছুটা পিছিয়ে আছে।
সে ব্যাপারে আমার নজর আছে এবং এই দুই উপজেলায় আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমি জুয়া,মাদক,অসামাজিক কার্যকলাপ বন্ধ করবো।

তিনি আটপাড়া থানার ওসিকে আইনশৃঙ্খলা সভায় বলেন,আটপাড়া উপজেলায় অটো,অটোরিকশা থেকে কোন প্রকার চাঁদাবাজী বন্ধ করতে প্রয়োজনে মাইকিং করে সবাইকে জানিয়ে দিন।
তিনি ওসি তাওহীদুর রহমানকে আরও বলেন,আটপাড়া উপজেলায় কোন জুয়া,মাদক এবং যাত্রা নামে ফার্তামি যেন না হয় সেদিকে কঠোর নজর দিন।
আটপাড়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য,বিচক্ষণ এবং সৎ ব্যক্তিত্ব উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান।উক্ত সভায় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান খান,সদস্য সচিব অফিসার ইনর্চাজ ওসি তাওহীদুর রহমান সহ আটপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীর মুক্তিযুদ্ধাগণ,বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ/শিক্ষকবৃন্দ, আটপাড়া উপজেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং The Daily Newage সাংবাদিক মোঃ বাবুল।