প্রকাশিত, ২৬,মে,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে গলাচিপা উপজেলা কর পরিদর্শক মো. লুৎফর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এ কারাদন্ড দেন। বিকেলে পুলিশ লুৎফর রহমানকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, গলাচিপা কর অঞ্চল ১৯ এর কর পরিদর্শন মো. লুৎফর রহমান মঙ্গলবার উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে অবৈধভাবে মোটর সাইকেল নিয়ে উপজেলার আমখোলা ইউনিয়নে গেলে ভ্রাম্যমান আদালকে তিনি বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে অবৈধভাবে মোটর সাইকেল চালানোর অপরাধে ১৮৬ ও ১৮৮ বিধি লঙ্ঘনের অপরাধে মো. লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে লুৎফর রহমানকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :