আগামী ১৯ জুলাই ‘রংপুর বিভাগীয় পদযাত্রা’ দিনাজপুর জেলায় সফল করার লক্ষ্যে হাফিজের গ্রুপের হাতাহাতি।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৬, ২:৪০ অপরাহ্ন /
আগামী ১৯ জুলাই ‘রংপুর বিভাগীয় পদযাত্রা’ দিনাজপুর জেলায় সফল করার লক্ষ্যে হাফিজের গ্রুপের হাতাহাতি।

প্রকাশিত,১৬, জুলাই,২০২৩

মো আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

আগামী ১৯ জুলাই ‘রংপুর বিভাগীয় পদযাত্রা’ দিনাজপুর জেলায় সফল করার লক্ষ্যে
হাফিজের গ্রুপের হাতাহাতি।
খানসামায় প্রস্তুতি সভা কেন্দ্র করে শিল্পপতি হাফিজের গ্রুপের হাতাহাতি।
শনিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মন্ডলের বাজার এলাকার সি কে সুয়ার্টার্স এ ঘটনা ঘটে।
সেই ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে নেতৃবৃন্দ।
দিনাজপুর-৪ আসনের (খানসামা-চিরিরবন্দর) এই প্রস্তুতি সভায় ১ম দফায় খানসামার সভা শেষে ২য় দফায় চিরিরবন্দরের সভার সময় এ ঘটনা ঘটে।
এরপর তর্ক বিতর্কের মধ্যেই সভা শেষ না করে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার। এরপর আবারো হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। সেই হাতাহাতি মেইন গেটে এসেও শেষ হয়নি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেই এলাকার স্থানীয় লোকজন এসে তাদের তাড়িয়ে দেয়।