প্রকাশিত,২৭, জুন,২০২৩
স্টাফ রিপোর্টার শেখ সেলিম রেজাঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেএকোনা জেলার দুর্গাপুর-কলমাকান্দা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. হামিদুর রহমান রাশেদ।
নির্বাচনকে সামনে রেখে একটু সুযোগ পেলেই ঢাকা ও নেএকোনা কর্মস্থান থেকে এলাকায় ছুটে যান তিনি এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকাবাসীও আশা করছেন, জনপ্রিয় প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৫ নং বাকলজোড়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব ড. হামিদুর রহমান রাশেদ এবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর-কলমাকান্দা আসনের জনগণের মাঝে।
স্থানীয় বিএনপির তূনমূল নেতাকর্মীরা ও এলাকার জনগণ মনে করেন, ড. হামিদুর রহমান রাশেদ
এম.এ (ফার্স্ট ক্লাস),ঢা:বি:,এলএল.বি, এম. এম. এম. ফিল, পিএইচ.ডি, আইনজীবী,বাংলাদেশ সুপ্রীম কোর্ট।সাবেক ছাত্রদল নেতা,ঢাকা বিশ্ববিদ্যালয়।
সাবেক অধ্যাপক,সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর।সাবেক সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপি।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,জেলা বিএনপি,নেত্রকোণা।তিনি একজন সুশিক্ষিত ব্যক্তি এবং সৎ ও নিষ্ঠাবান সমাজসেবক ব্যক্তি তাই
দুর্গাপুর-কলমাকান্দা ১ আসনের ধানের শীষ প্রতীকের উপযুক্ত ব্যক্তি।তাকেই তৃণমূল নেতাকর্মীরা ও এলাকার জনগণ ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে দেখতে চাই। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ড. হামিদুর রহমান রাশেদকে ১ আসনের মনোনয়ন দিলে নিশ্চিতভাবে বিপুল ভোটে নির্বাচনে জয়ী হবেন বলে জানান এলাকাবাসী।
এই বিষয়ে ড. হামিদুর রহমান রাশেদ “জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন” কে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যেতে চাই। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলে নিজের ভালো লাগে। তিনি আরো বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে এবং সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারো বিএনপি কে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি তিনি।
ড. হামিদুর রহমান রাশেদ তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি।দুর্গাপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি এবং নেএকোনা জেলার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলাম, কখনো নির্বাচনে প্রার্থী হতে চাইনি। তাই এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে কাজ করতে ছাচ্ছি ইনশাআল্লাহ। আমি নেএকোনা-কলমাকান্দা এলাকাবাসীর উন্নয়নের সার্থে কাজ করতে চাই।দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশা করছি।
আপনার মতামত লিখুন :