আগামীকাল হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৩, ৯:০২ অপরাহ্ন /
আগামীকাল  হুসেইন মুহম্মদ এরশাদের  ৫ম মৃত্যু বার্ষিকী

প্রকাশিত,১৩,জুলাই, ২০২৪

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ

আগামীকাল ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে জাতীয় পার্টির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

১৪ জুলাই ২০২৪ রবিবার সকাল ৯টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্ত্রীয় কার্যালয় চত্বরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।

বেলা ৩টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্বে করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টি মহাসচির মোঃ মুজিবুল হক চুন্নু এমপি সহ শীর্ষ নেত্ববৃন্দ সভায় উপস্থিত থাকবেন।

এছাড়া আগামীকাল ১৪ জুলাই সারাদেশে জাতীয় পার্টি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মৃত্যু বার্ষিকী পালন করবে।