প্রকাশিত,২৭, জুলাই,২০২৩
মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ
অবৈধ সরকারের পদত্যাগে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রুপরেখা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের দাবীতে আগামীকালের এবি পার্টির প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে ।শুক্রবার রাজধানীর বিজয়নগরে এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল এ তথ্য জানান । তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন । আমরা চাই সবাই আমাদের সাথে যোগদান করুক । এদিকে গত সোমবার সকাল ১১টায় আগারগাঁও শেরাবাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে যান এবি পার্টির আহ্বায়ক, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ।
আবেদনকারী ৯৩টি রাজনৈতিক দল হতে প্রথম পর্যায়ে ১২টি এবং অধিকতর যাচাই বাছাইয়ের পর ৪টি রাজনৈতিক দলকে ইসি চূড়ান্তভাবে বাছাই করে। সেই ৪টি দলের ১০ শতাংশ জেলা-উপজেলায় আবার পুনঃতদন্ত করা হয়। প্রতিটি স্তরের যাচাই বাছাইতে আইন ও নিয়মানুযায়ী এবি পার্টি যোগ্য বিবেচনায় শীর্ষস্থানে ছিল। কিন্তু সর্বশেষে এসে ইসি এসব যাচাই বাছাইকে তুচ্ছ ও ছেলেখেলা বানিয়ে দিয়ে প্রহসনের আশ্রয় নিয়ে প্রেসক্রাইবড দুটি দলকে নিবন্ধন দিয়েছে। এই প্রহসনের বিরুদ্ধে তিনি দেশবাসীকে সোচ্চার হবার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :