আওয়ামী লীগ চাই না নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক- সাংবাদিকদের সাথে মত বিনিময় সবাই শেখ ফজলুল করিম সেলিম এমপি ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-২৩, ১০:৩১ অপরাহ্ন /
আওয়ামী লীগ চাই না নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক- সাংবাদিকদের সাথে মত বিনিময় সবাই শেখ  ফজলুল করিম সেলিম এমপি  ।

প্রকাশিত,২৩,ডিসেম্বর,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায় না, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এমপি।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন নেতা বেরিয়ে আসে। ভাষানী যেমন এক সময়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, আগামীতে বিএনপিও একসময়ে হারিয়ে যাবে।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিক শিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিপন, পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন,প্রমুখ।