প্রকাশিত,১৮,জানুয়ারি
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাহবাগ থানা ও নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম তৌফিকুজ্জামান তনু (৫০) ও মনির হোসেন হাওলাদার (৫৫)।
রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শাহবাগ থানার মামলা বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ছোট বগী ইউনিয়নের রানিং চেয়ারম্যান একেএম কামরুজ্জামানের ছেলে মোঃ তৌফিকুজ্জামান তনু (৫০)কে চানখারপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন হাওলাদার (৫৫) ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মনির হোসেন হাওলাদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীপিড়নকারী ও অর্থ দাতা ছিলেন বলে জানা যায়। তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের নামে মামলা রয়েছে তাদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই ডিসি।
আপনার মতামত লিখুন :