

প্রকাশিত
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) সকালে হাসপাতালে তাকে দেখতে যান সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
এ সময় তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তানভীর হুদা। চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী প্রমুখ।
ছবি ক্যাপশন :
মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুকে হাসপাতালে দেখতে গেলেন তানভীর হুদা।






















আপনার মতামত লিখুন :