প্রকাশিত,১২,সেপ্টেম্বর
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ সদর পৌরসভা দিন ১২ নম্বর ওয়ার্ড নবীনবাগের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ( দুদক ) আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিনের মেয়ে খাদিজা হাসান পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন আমার বাবা তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছেন। প্রায় পাঁচ সপ্তাহ হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি।অসুস্থ বাবার জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন ।তিনি আরো বলেন,
আমার বাবা প্রায় ৩৭ দিন হলো তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছে।বর্তমানে তিনি হাঁটাচলার অক্ষম, আমার বাবা আমার জীবনের অনেক বড় কিছু, সব কিছুর ঊর্ধ্বে ।তার শারীরিক অবস্থা এখন এই একটু ভালো, আবার এই খারাপ হয়ে যায়। ‘
তিনি আরও , বলেন আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বাবার জন্য একটু দোয়া করবেন।
অসুস্থ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ( দুদক ) আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লার,দুই ছেলে,১-মোঃ শিহাব উদ্দিন,ও ২-মোঃ শাহাবুদ্দিন সুজা এবং এক মেয়ে খাদিজা হাসান, এবং তার স্ত্রী শামসুন্নাহার শাহী, সহ তার পরিবারের লোকজন বলেন।
মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন আমরা জানি না তিনি তো সবকিছু দেখেন বুঝেন জানেন। আল্লাহু মালিক।
আপনার মতামত লিখুন :