অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা লেবার পার্টির ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-২০, ১০:৩৩ অপরাহ্ন /
অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা লেবার পার্টির ।

প্রকাশিত,২০,ডিসেম্বর,২০২৩

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ লেবার পার্টি।

আজ (বুধবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মো মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার দুর্নীতি দুঃশাসন লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করছে। বাংলাদেশ আজ অকার্যকর রাস্ট্র।

তাই দেশপ্রেমিক গনতন্ত্রকামী জনগণের প্রতি আহবান, গনবিরোধী অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। মিথ্যা ও গায়েবি মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।

বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের সকল স্তরের নেতা-কর্মীরা দেশপ্রেমিক জনগনকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের সকল কর্মসূচী সর্বাত্মক ভাবে সফল করবে, ইনশাআল্লাহ।