বিভিন্ন বাধা প্রতিকূলতা থাকা সত্বেও যখন আপনার নিজের ইচ্ছে এবং নিজের আত্মবিশ্বাস অটুট থাকে তখন আপনার শিল্পকে আটকে রাখা সম্ভব হয়না। সেই আত্মবিশ্বাস নিয়েই অভিজিৎ বড়ুয়া আসছে তার নতুন দুটি গান নিয়ে। দুটি গানের মধ্যে তার একটি হল কাবার ট্র্যাক এবং আরেকটি হলো তার মৌলিক গান। গান দুটি সঙ্গীতায়ন এবং অ্যারেঞ্জমেন্টের কাজ চট্টগ্রামের বহুল পরিচিত SJ Studio হতে সম্পাদন করা হচ্ছে। আশা করা যাচ্ছে এই মাস এবং এর পরের মাসের ভিতরে দুটি গান অনলাইন প্লাটফর্ম এ পাওয়া যাবে। দুটি গানের মধ্যে একটি গান জেমস এর জেল থেকে বলছি এবং অপর একটি গান অভিজিৎ বড়ুয়ার মৌলিক ‘অহেতুক’ । আশা করছি আপনারা গানটি শুনবেন এবং ভালো শিল্পকে সহযোগিতা করবেন আপনাদের সামান্য ক্ষুদ্র শেয়ারের মাধ্যমে যাতে করে আমরা এদেশের শিল্পকে ধরে রাখতে পারি।
আপনার মতামত লিখুন :