অবৈধ ভাবে নবজাগরনী ক্লাবের জমি বিক্রি নতুন করে চালু করতে চায় ক্লাব।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-০১, ৪:৩৬ অপরাহ্ন /
অবৈধ ভাবে নবজাগরনী ক্লাবের জমি বিক্রি নতুন করে চালু করতে চায় ক্লাব।

প্রকাশিত,০১,জানুয়ারি, ২০২৫

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

অবৈধ ভাবে নবজাগরনী ক্লাবের জমি বিক্রি, নতুন করে চালু করতে চায় ক্লাব।
খানসামা উপজেলার ৫নং ভাবকি ইউনিয়ন মাড়গাঁও নবজাগরনী ক্লাবের স্থাপনা ভেঙ্গে দিয়ে অবৈধ ভাবে জমি বিক্রি করেছে জমি দাতা আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান এর ছেলে রশিদুল ইসলাম দীর্ঘ ৩০ বছর যাবত ক্লাবের কার্যক্রম বন্ধ থাকায় একাই লোক আড়ালে ক্লাবের জমি বিক্রি করে স্থাপনা ভেঙ্গে ফেলে রশিদুল ইসলাম।
মাড়গাঁও যুব সমাজের উদ্যোগে আবারো নতুন করে ক্লাব পূর্ণ নির্মাণ কার্যক্রম শুরু করতে গেলে তাতে বাধা বিপত্তি সৃষ্টি হয়।
এ বিষয়ে মাড়গাঁও নবজাগরনী ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম সহ সভাপতি শ্রীকান্ত রায়,সদস্য বকতিয়ার,শনি রায়, জুয়েল ইসলাম ময়েজ উদ্দিন আবদুল মান্নান মাহতাব উদ্দিন গোলাম রাব্বানী মিঠু নুরজামান খাদেমুল ইসলাম ও এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় এলাকাবাসী বলেন আমরা দেখছি দীর্ঘদিন যাবত ক্লাবের কার্যক্রম বন্ধ ছিল ৫,ই আগষ্টের আগে যুবসমাজের উদ্যোগে ক্লাবটি নতুন করে পূর্ণ নির্মাণ করতে গেলে আওয়ামী কিছু বাহিনী তাদের ক্লাব পূর্ণ নির্মাণ করতে দেয়নি এতে আবারো ক্লাবটি বন্ধই থেকে যায় মাড়গাঁও যুব সমাজের উদ্যোগে আবারো নবজাগরনী ক্লাব চালু করতে চায় মাড়গাঁও যুব সমাজ।
মাড়গাঁও নবজাগরনী ক্লাব রেজি নং ৫০৩,