প্রকাশিত,০২,ফেব্রুয়ারি২০২৫
নিজস্ব প্রতিবেদক :
মাগুরার শ্রীপুরে জোরপূর্বক জমি দখল, জালজালিয়াতি, হত্যার হুমকি প্রদানসহ মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানাবিধ অপকর্মে অভিযোগ উঠেছে উপজেলার চরশ্রীপুর গ্রামের ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। এমন কোনো কাজ নেই তিনি করেননি। তাই দিনমজুর থেকে এখন কোটিপতি হয়ে গেছেন তিনি।
অভিযুক্ত ইন্দ্রজিৎ বিশ্বাস শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের বাসিন্দা সুকুমার বিশ্বাস ওরফে জুঞ্জালের ছেলে।
প্রাইমারি গণ্ডি পার হতে না হতেই ইন্দ্রজিৎ লেগে পড়েন কৃষি কাজে। এলাকাবাসী জানান, মাত্র তৃতীয় শ্রেণি থেকেই লেখা পড়া বাদ দিয়ে বাবা সাথে অন্যের জমিতে কাজ শুরু করেন। ৬,৭ বছর আগেও ইন্দ্রজিৎ অন্যের জমিতে কাজ করলেও বর্তমানে তিনি অঢেল সম্পদের মালিক। তিনি এখন অর্থের দাপট ও বাইক দিয়ে দাপিয়ে বেড়ান এলাকায়।
বিভিন্ন অনলাইন পত্রিকায় ইন্দ্রজিৎ এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, হত্যার হুমকি প্রদানসহ মাদক ব্যবসা, বিট কয়েন, অনলাইন জুয়া, টাকা হুণ্ডি কারবার সাথে জড়িত থাকার খবর প্রকাশিত হয়।
জানা গেছে, ইন্দ্রজিতের কাছে ৪৫টি বিট কয়েন রয়েছে। তিনি এত কয়েন পেলেন কোথায়। যার বাজার মূল্য ১০০ কোটি টাকার ওপরে।
ভুক্তভোগী একজন বলেন, আমরা বায়না সূত্রে মনিকুমারের কাছ থেকে জমি কিনেছিলাম। সে টাকা নিয়ে ভারতে যায়। হঠাৎ ইন্দ্রজিৎ জমি দখল করতে আসে। আমি আদালতে মামলা করেছি। সে জোর করে জমি দখলের চেষ্টা করছে। এখন ওই জমিতে আমরা গেলেই সে হত্যার হুমকি দেয়।
নাম না প্রকাশের শর্তে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযুক্ত ইন্দ্রজিৎ একজন ভূমিদস্যু সে জোরপূর্বক অন্যের জমি দখল করে। শুধু তাই নয় সে চোরাকারবারির সাথে জড়িত। শুনেছি তার ভারতে ২ টা বাড়ি আছে এবং অনেক জমিও আছে। সে সোনার বারের ব্যবসা ও করে।
এ বিষয়ে ইন্দ্রজিৎকে ফোন করলে তিনি রেগে বললেন, আমি আপনার সাথে কথা বলতে বাধ্য না। আপনার যা কারার করে নিন পারলে। বলে ফোন রেখে দেন।
আপনার মতামত লিখুন :