প্রকাশিত,২৩, আগস্ট,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
আজ,২৩,শে, আগস্ট ২০২৩, বুধবার
৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় অবহেলিত কবরস্থানের কাজ শুরু করা হয় অবহেলিত কবরস্থানের কাজের পরিদর্শন করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন ও ইউপি সদস্য মোঃ ছফির আলি মোহাম্মদ আলী (মিস্টার) রওশন আলি (রোকন শাহ্) আহিদুল ইসলাম মোস্তাফিজুর রহমান সহ সেখানকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
সারে জমিনে ঘুরে দেখা গেছে বিগত দিন ধরে অবহেলিত থাকা এই কবরস্থানটি এলাকাবাসী বিভিন্ন ভবে ব্যবহার করে আসতেছে কবরস্থানের পরিবেশ বজায় রাখতে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭,শত ফিট প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।
তারিখঃ২৩/০৮/২০২৩,বুধবার।
মোঃ আতাউর রহমান।
আপনার মতামত লিখুন :