অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-১৫, ৫:২২ পূর্বাহ্ন / ১৭
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি
ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি। আপনার মতো ভ্রমণ পিপাসুদের জন্য সবচে’ আদর্শ জায়গা হচ্ছে নীলগিরি পর্যটন কেন্দ্র।যেন প্রকৃতির এক অনন্য দান। বান্দরবানের নীলগিরিতে সারাবছরই থাকে পর্যটকের আনাগোনা। তবে নীলগিরির আসল সৌন্দর্য যদি দেখতে চান, শীতের এ মৌসুমেই যেতে হবে।আবার যাদের দার্জিলিং দেখা হয়নি তারা একবার নীলগিরি ঘুরে এলেই পেয়ে যাবেন দার্জিলিং দেখার স্বাদ।নীলগিরির কারণেই বান্দরবানকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়।

বান্দরবান জেলায় নীলগিরি পাহাড়চূড়ায় জনপ্রিয় এ পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ ফুট উচুতে অবস্থানের কারণে আকাশের মেঘগুলো পাহাড়েরimageএকটু নিচে এসে মেঘের সাগর তৈরি করে। আপনি চাইলেই হাত দিয়ে ছুঁয়ে দিতে পারেন এক গুচ্ছ শুভ্র মেঘ আবার কখনো কখনো মেঘগুলো আপনা হতে এসে ধরা দেবে আপনার কাছে। আসলে এখানে দিনরাত চলে পাহাড় আর মেঘের মিতালি। ঘরে বসে আকাশের দিকে চেয়ে মেঘের ছোটাছুটি আমরা অনেক দেখেছি, কিন্তু কখনো ভেবেছেন কি, এ মেঘগুচ্ছ আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন। তাই মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবানের নীলগিরি। আর এটাই এ পর্যটনকেন্দ্রের বিশেষ আকর্ষণ।